কষ্টের এসএমএস ও বাংলা স্যাড ক্যাপশন | Bangla Sad SMS & Facebook Status

আমরা অনেক সময় মনের যন্ত্রণা, না বলা কথা বা ভেতরের কষ্ট প্রকাশ করতে চাই, তখন একটি সুন্দর স্যাড এসএমএস বা ক্যাপশন আমাদের মনের ভাষা হয়ে ওঠে। এই পোস্টে শেয়ার করা হয়েছে সেরা কিছু বাংলা কষ্টের এসএমএস ও ফেসবুক স্যাড স্ট্যাটাস, যা আপনি প্রিয়জন বা ফেসবুক ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারেন।
 
 
কষ্টের এসএমএস ও বাংলা স্যাড ক্যাপশন
  
মানুষের জীবনে কষ্ট, দুঃখ, আর ভালোবাসা মিলেই তৈরি হয় বাস্তবতা। কখনো আমরা কথায় প্রকাশ করতে পারি না সেই গভীর অনুভূতি, তখন দরকার হয় কিছু হৃদয় ছোঁয়া শব্দ। আজকের এই পোস্টে তুলে ধরা হলো বাংলা ভাষায় লেখা সেরা কষ্টের এসএমএস ও ফেসবুক ক্যাপশন, যা আপনি প্রিয়জনকে পাঠাতে পারেন অথবা নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন।
 

কষ্টের বাংলা ক্যাপশন:


💔 একা থাকার কষ্টটা শুধু সে-ই বোঝে, 
যে কখনো কারো জন্য সবকিছু ছেড়েছিল...  
😞 কিন্তু শেষে একাই থেকে গেছে।

😢 কিছু সম্পর্ক চোখে দেখা যায় না,
💔 শুধু মনে পুড়ে পুড়ে ছাই হয়ে যায়।

🥀 আমি হারিয়ে যাইনি, আছি.
💬 শুধু আর কারো প্রিয় নামটা আমার না।

💔 ভরসা করে যে কাঁধে মাথা রেখেছিলাম,
🕳 আজ সেখানেই সব কষ্টের সূচনা।

😶 কেউ যদি চুপচাপ থাকে,
🖤 বুঝে নিও, সে অনেক কিছু সয়ে নিচ্ছে।

🌫 মন খারাপের দিনে কেউ পাশে থাকেনা,
💔 আর থাকলেও, মন বুঝে না।

😓 প্রতিটা হেসে বলা "ভালো আছি"র পেছনে, 
😢 অনেক অশ্রু লুকিয়ে থাকে।

🕰 সময় বদলায়, মানুষও বদলায়,
💔 কিন্তু কিছু স্মৃতি কখনো বদলায় না।

🌧 মেঘে ঢাকা আকাশ যেমন বৃষ্টি চায়,
😔 তেমনি কষ্টে ভরা মনটা একটু ভালোবাসা চায়।

💬 তুমি ছিলে বলেই আজ এতটা কষ্ট হচ্ছে,
🚶‍♂ তুমি না থাকলেই হয়তো সব সহজ হতো। 
 

কষ্টের এসএমএস (Sad SMS in Bangla):


কষ্ট দিয়ে গড়েছি যারে,
সেই কষ্টই দিলো আমায় ফেলে। 
 
তুমি ছিলে স্বপ্ন,
তাই হারিয়ে যাওয়াটাও বাস্তব নয়।

ভাঙা মনটা কেউ দেখে না,
শুধু হাসিটাই দেখে সবাই।

যারা সত্যি ভালোবাসে,
তারাই সবসময় কাঁদে।

আমার কষ্ট বোঝার
মতো সময় কারো নেই।

মনটা কাঁদে,
চোখটা নয়।

ভালোবাসা দিয়েছিলাম,
কষ্ট নিয়ে ফিরেছি।

জীবন একটা খেলা,
আর আমরা সেই খেলোয়াড় যাদের মনই ভাঙে বারবার। 

সুখ ছিলো স্বপ্নে,
বাস্তবতায় শুধু কষ্ট।

যাকে সবচেয়ে বেশি চেয়েছি,
সে-ই আমায় সবচেয়ে বেশি কাঁদিয়েছে। 

বাংলা কষ্টের এসএমএস নতুন

আজ বলবো কি গো যে তোমায়?
তুমি অনেক ভালো থেকো.
আমি আমার মত না হয়,
প্লিজ নিজের খেয়াল রেখো...
অনেক ভালো থেকো... 
 
তাকে বলে দিও...
নিজের থেকেও তাকে 
অনেক ভালবাসি।
 
জীবনের গতির কথা ভাবলে হাত দুটোর গতিও থেমে যায়,  
নিঃসঙ্গ পথে তখন আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয়.!!

দূরে ফেলে আসা এক নদীর ধারে, 
খুজে বেড়াই আমি তারে!
দেয়না দেখা আমায় কভু, 
তার খেয়াল তুমি রেখো প্রভু। 

বাংলা কষ্টের এসএমএস

অনেক সময় কষ্ট পাওয়া ভালো!
কষ্ট মানুষ কে পরিবর্তন করে,, 
আবার কষ্ট মানুষ কে শক্তি শালি করে!! 

ভাবিনি চলে যাবে তুমি, 
আমাকে এভাবে কাঁদিয়ে! 
কখনো বুঝিনি ফিরে আসবেনা,
আমার পৃথিবী রাঙিয়ে..!! 

আমি ভেবেছিলাম তুমি আমাকে জড়িয়ে ধরে বলবে
অন্য কাউকে নয়,, 
 
শুধু তোমাকে ভালোবাসি। কিন্তু, সময়টা যে খারাপ, 
হাত ধরাতে এই অবস্থা দ্বিতীয় হাত ধরলে বাকি জীবনটা 
শেষ হয়ে যাবে,  
তোমাকে পাওয়াটা আমার ভগ্যে নাই। 
 

কষ্টের ফেসবুক ক্যাপশন (Sad Facebook Captions Bangla):

💔 ভালোবাসি বললেই 
সব পাওয়া যায় না!

😔 কেউ কেউ শুধু 
কষ্ট দিতেই আসে জীবনে।

😢 ভালোবাসারও 
একা থাকার কষ্ট আছে।

💭 সব কিছু ঠিক থাকলেও 
মনটা ভাঙা ছিলো!

💔 কেউ চাইলেও ফিরে আসে না,
কষ্টগুলো ঠিকই থেকে যায়।

😶 মুচকি হাসির আড়ালে 
লুকিয়ে থাকে হাজারো কষ্ট।

💔 ভালোবাসা চাইনি,
একটু বোঝাপড়া চেয়েছিলাম।

😔 কখনো কখনো নিজেরাই 
কষ্টের কারণ হয়ে যাই।

💬 আমার অনুভূতি কেউ বোঝে না,
কারণ আমি চুপ থাকি।

🖤 মন খারাপেরও 
কোনো ভাষা নেই।

প্রেম, বিরহ বা জীবন যন্ত্রণা সব ক্ষেত্রেই আমরা কখনো না কখনো কষ্টে ডুবে যাই। সেই অনুভূতিগুলো প্রকাশের জন্য প্রয়োজন কিছু গভীর কথা। আশা করি এই কষ্টের এসএমএস ও ক্যাপশনগুলো আপনার মনের কথা প্রকাশে সহায়তা করবে। যদি ভালো লাগে, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

You Mey No