বাংলা ঈদ এসএমএস - নতুন ঈদ এসএমএস কালেকশন - Bangla Eid SMS New Collection
Bangla New Eid Mubarak SMS
রমজানের রোযার শেষে এলো খুশির ঈদ
প্রাণে জাগে মধুর আশা মনে আসে গীত
তোমার খুশি আমার খুশি খুশিতে হোক মাখামাখি
এই দিনের অপেক্ষাতে সারা বছর তাকিয়ে থাকি,
@@@@Eid Mubarak@@@@
ঈদ এসেছে ঈদ এসেছে ঈদ মুবারাক ভাই
বাঁকা চাঁদ ওই দেখা গেছে আসমানেরি গায়
চারি দিকে খুশির ছোয়া রঙ বাহারি সাজ
এক কাতারে সামিল হয়ে পড়বো ঈদের নামাজ।
••• ঈদ মোবারক •••
পৃথিবীর বুকে স্বর্গ নেমেছে
ফুটেছে ভালোবাসার ফুল,
নদীর বুকে বারি ধারা বয়
ভরিয়ে তার দুকূল,
পথিক পাখি ধরেছে আজ
মহামিলনের গান
ঈদের খুশিতে আত্মহারা মোরা
শেষ হয়েছে মাহে রমজান।
••• ঈদ মোবারক •••
ছোটো বড়ো ধনী গরীবের ভেদাভেদ
থাকেনা ঈদের দিনে,
কেউ নয় রাজা কেউ নয় ভিখারী
ভালোবাসা জাগে সকলের প্রাণে।
নামাজের শেষে সব মিলে মিশে
খুশির জোরে বিশ্ব ভুবন যায় ভেসে।
••• ঈদ মোবারক ••••
মিষ্টি পোলাও সিমুই রুটি নানা রকম খাবার
বছর শেষে ঈদের খুশি ফিরে এলো আবার,
মিলন হবে হৃদয়ে হৃদয়ে করবো কোলাকোলি
আছে যত দুঃখ ব্যথা সব যাবো আজ ভুলি,
••• ঈদ মোবারক •••
মনের মিনারে আজ শোনাযায়
আনন্দের আহ্বান
ঈদুল ফিতর এসেছে আজ
শেষ হয়েছে রমজান
••• ঈদ মোবারক •••
Bangla Poluar Eid Mubarak SMS
দেখা গেছে এক ফালি চাঁদ
দূর আকাশের কোনে
কালকে খুশির ঈদ
তাই আনন্দ বিশ্ব ভুবনে
সুরমা আতর নতুন জামা
পরবে সবাই গায়
ভালোবাসার ছোয়া মেশানো
অগ্রিম ঈদের শুভেচ্ছা জানায়
••• ঈদ মোবারক •••
কালকে খুশির ঈদ হবে
করছি তোমায় স্মরণ
ঈদের দাওয়াত পাঠিয়ে দিলাম
করে নিও বরণ
ঈদের নামাজ আদায় করে
এসো বন্ধু আমার ঘরে,
যত্ন করে রেখে দেবো
তোমাকে আমার প্রাণের পরে।
••• ঈদ মোবারক •••
দেখা গেছে এক ফালি চাঁদ
দূর আকাশের কোনে
কালকে খুশির ঈদ
তাই আনন্দ বিশ্ব ভুবনে
সুরমা আতর নতুন জামা
পরবে সবাই গায়
ভালোবাসার ছোয়া মেশানো
অগ্রিম ঈদের শুভেচ্ছা জানায়
••• ঈদ মোবারক ••