সেরা ৫০টি বাংলা ঈদ এসএমএস | New Eid SMS Collection | ঈদ মোবারাক এসএমএস
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভালোবাসা! প্রিয়জনদের এক মুঠো ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিতে রইলো ৫০টি হৃদয়ছোঁয়া বাংলা ঈদ এসএমএস।
বাংলা ঈদ এসএমএস:
1. ঈদের চাঁদ হাসে সবার মুখে,
তোমার মুখেও সেই হাসি ফুটুক। ঈদ মোবারক!
2. ফুল ফুটুক তোমার হৃদয়ে,
ঈদের আনন্দ ছুঁয়ে যাক তোমায়।
3. ঈদের এই পবিত্র দিনে মাফ করে দাও সব অভিমান,
ভালোবাসায় ভরে উঠুক জীবন।
4. আল্লাহর রহমত বর্ষিত হোক
তোমার জীবনে, ঈদ মোবারক!
5. ঈদের খুশি হোক সবার জন্য,
ছোট-বড় সবার মনে ছড়িয়ে পড়ুক ভালোবাসা।
6. বন্ধুর জন্য রইলো ঈদের শুভেচ্ছা,
সুখ-শান্তিতে ভরে যাক তোমার দিন।
7. ঈদ মানেই নতুন জামা নয়,
ঈদ মানে নতুন মন, নতুন আশা।
8. দোয়া করি, এই ঈদে
তোমার সব চাওয়া পূর্ণ হোক।
9. ঈদের দিন তোমার হাসি
যেন চাঁদের আলোকে হার মানায়।
10. ঈদ মোবারক! ভালো থেকো তুমি,
আমার শুভকামনা রইল।
তোমার মুখেও সেই হাসি ফুটুক। ঈদ মোবারক!
2. ফুল ফুটুক তোমার হৃদয়ে,
ঈদের আনন্দ ছুঁয়ে যাক তোমায়।
3. ঈদের এই পবিত্র দিনে মাফ করে দাও সব অভিমান,
ভালোবাসায় ভরে উঠুক জীবন।
4. আল্লাহর রহমত বর্ষিত হোক
তোমার জীবনে, ঈদ মোবারক!
5. ঈদের খুশি হোক সবার জন্য,
ছোট-বড় সবার মনে ছড়িয়ে পড়ুক ভালোবাসা।
6. বন্ধুর জন্য রইলো ঈদের শুভেচ্ছা,
সুখ-শান্তিতে ভরে যাক তোমার দিন।
7. ঈদ মানেই নতুন জামা নয়,
ঈদ মানে নতুন মন, নতুন আশা।
8. দোয়া করি, এই ঈদে
তোমার সব চাওয়া পূর্ণ হোক।
9. ঈদের দিন তোমার হাসি
যেন চাঁদের আলোকে হার মানায়।
10. ঈদ মোবারক! ভালো থেকো তুমি,
আমার শুভকামনা রইল।
ঈদের শুভেচ্ছা বার্তা:
11. ঈদের খুশি শুধু নিজের জন্য নয়,
সবার সঙ্গে ভাগ করে নাও।
12. ঈদের দিনে ভুলে যাও
হিংসা, রাগ ও অভিমান।
13. আল্লাহ যেন ঈদে তোমার
ঘরভর্তি বরকত দেন।
14. ঈদ মানে আনন্দ,
ঈদ মানে মিলন।
15. হৃদয় থেকে বলছি,
ঈদ মোবারক!
16. ঈদ উপলক্ষে আল্লাহর রহমত
বর্ষিত হোক তোমার জীবনে।
17. ঈদ হোক ভালোবাসার সেতুবন্ধন।
ঈদ মোবারক!
18. বন্ধু, ঈদে তোমাকে মিস করবো-
ঈদ মোবারক!
19. তোমার জীবনে সুখের
ঈদ যেন প্রতিদিন হয়।
20. ঈদের সকালে সূর্য ওঠার আগেই
তোমার জন্য দোয়া করেছি।
ঈদ মোবারক মেসেজ:
21. ঈদ মানে পবিত্রতা,
স্নেহ, ও প্রেম।
22. ঈদের এই আনন্দঘন মুহূর্তে
তোমার জন্য রইলো আমার প্রার্থনা।
23. হেসে উঠুক জীবন,
ঈদের আনন্দে ভরে উঠুক মন।
24. আল্লাহ তোমার সব দুঃখ দূর করুন
- ঈদ মোবারক!
25. ঈদের খুশি থাকুক
তোমার সঙ্গেই সবসময়।
26. ঈদ মোবারক! আল্লাহ তোমাকে ও তোমার
পরিবারকে হেফাজত করুন।
27. ঈদে আল্লাহর রহমত আর প্রিয়জনের
ভালোবাসা যেন সর্বদা পাশে থাকে।
28. সব দুঃখ ভুলে গিয়ে আনন্দে মাতো
- ঈদ মোবারক!
29. তোমার হৃদয়ে যেন
ঈদের খুশির ফুল ফোটে।
30. ঈদের দিনে প্রিয়জনের মুখে হাসি
দেখাটাই বড় আনন্দ।
ঈদ উপলক্ষে মেসেজ:
31. দোয়া করি, তোমার জীবন হয়ে উঠুক
ঈদের মতো রঙিন।
32. ঈদের দিন আল্লাহ যেন তোমার
সব গোনাহ মাফ করে দেন।
33. ঈদের খুশি হোক
সকলের মাঝে ভাগাভাগি।
ঈদ মোবারক!
34. তুমি ভালো থাকলেই
আমার ঈদ পূর্ণ হয়।
35. আমার পক্ষ থেকে তোমার জন্য রইলো
হৃদয়ের গভীর থেকে ঈদের শুভেচ্ছা।
36. ঈদ আনন্দে ভরে উঠুক
তোমার সকাল-দুপুর-রাত।
37. শুভ ঈদ! জীবন থাকুক
হালকা হাওয়ার মতো শান্ত।
38. ঈদ মানে শুধু উৎসব নয়,
হৃদয়ের স্পর্শ।
9. এই ঈদে নতুন করে শুরু হোক
তোমার জীবন।
ঈদ মোবারক!
40. আমি দোয়া করি
প্রতিটি দিন হোক ঈদের মতো আনন্দময়।
ঈদ মোবারক!
Eid Sms Bangla:
41. ঈদ হোক ক্ষমা,
ভালোবাসা ও মেহমানদারির প্রতীক।
ঈদ মোবারক!
42. তোমার মুখের হাসি যেন চিরকাল থাকে,
ঈদ মোবারক!
43. ভালোবাসা আর দোয়ার একটিই নাম - ঈদ।
ঈদ মোবারক!
44. আল্লাহ যেন ঈদের খুশির মতো
তোমার জীবন সাজিয়ে দেন।
45. আমার হৃদয়ের দরজা সবসময় তোমার জন্য খোলা,
ঈদ মোবারক!
46. আল্লাহর রহমতে ভরে যাক তোমার সংসার।
ঈদ মোবারক!
47. এই ঈদে প্রিয়জনের সঙ্গে
কাটানো সময় হোক স্মরণীয়।
48. তোমার ভালোবাসা আর ঈদের খুশি
দুটোই আমার কাছে সমান প্রিয়।
49. দোয়া করি, ঈদে যেন তোমার
কোনো চাওয়া অপূর্ণ না থাকে।
50. ঈদ মোবারক! নতুন আশা,
নতুন স্বপ্ন ও নতুন আনন্দ নিয়ে আসুক ঈদ।
ঈদ মোবারক!
আশাকরি আজকের পোস্টটি ভাল লাগবে। বাংলা ঈদ এসএমএস, ঈদের শুভেচ্ছা বার্তা, ঈদ মোবারক মেসেজ, ঈদ sms, eid sms bangla, ঈদ বার্তা পেতে আমাদের সাইটের সাথেই থাকুন।